আজ- শনিবার, ২৭শে জুলাই, ২০২৪। ১২ই শ্রাবণ, ১৪৩১

শিরোনাম

 

 

 

নিজের টাইমলাইন থেকে হুবহু নেয়া

“নিজ জীবন গল্পের কিছু লাইন”

৮বছর

২০১২/১২/১২ ~ ২০২০/১২/১২

প্রত্যেকের জীবনেই একটা গল্প আছে কিন্তু অতীতে গিয়ে গল্পের শুরুটা পরিবর্তন করা সম্ভব নয়😥

মধ্যবিত্ত শিক্ষক বাবার সন্তান হিসেবে নিজের জীবনের চাহিদা গুলো ছিল মধ্যম প্রকৃতির।

২০০৩~২০০৪ শিক্ষাবর্ষে অনার্স (বাংলা)শুরু করে ২০১১(বাংলা) মাস্টার্স “ঢাকা কলেজ”শেষ করলাম। শিক্ষকদের কাছে ভাল ছাত্র হিসেবে কিছুটা পরিচিতি ছিল। পে অর্ডার ব্যাংক ড্রাফট এর পিছনে হাজার হাজারটাকা খরচ করেও যখন আলাদিনের চেরাগের দৈত্যকে হাতে না পেয়ে (চাকরি)

২০১২/১২/১২-তে
আজকের এই দিনে কোরিয়াতে শ্রমিক হিসেবে আসলাম। ESP(E-9) এর একজন গর্বিত শ্রমিক হিসেবে।

সফলতার গল্প খুব একটা নেই তবে এই ৮ বছরের মধ্যে পেয়েছি একই মন-মানসিকতার সহধর্মিনী,নবোঢ়া(২০১৮)।এক ছেলে “ইভান” ।অর্জন করেছি কোরিয়ার নাগরিকত্ব২০২০/০৮/১১।

আলাদিনের চেরাগের দৈত্যকে না পেলেও; সৎ আর পরিশ্রমী কাঠুরিয়ার কুড়াল পেয়েছি।

আল্লাহর কৃপায়,নিজের চেষ্টা,মেধা, ধৈর্য আর ভাগ্যের জোরে আজ এ অবস্থানে। কাঠুরিয়ার কুড়াল যেহেতু হাতে আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ রিজিকের ব্যবস্থা তিনি করবেন।