আজ- সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪। ১৯শে কার্তিক, ১৪৩১

শিরোনাম

অবৈধঅভিবাসীর সংখ্যা বর্তমানে কোরিয়াতে রেকর্ড পরিমাণ !!

অবৈধঅভিবাসীর সংখ্যা বর্তমানে কোরিয়াতে রেকর্ড পরিমাণ !!

 

করোনাকালীন এই সময়ে কোরিয়াতে অবৈধ অভিবাসী সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যা সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করে দিয়েছে।

শতকরা হার বিবেচনায় এই সংখ্যা ১৯ শতাংশের বেশি, যা কিনা ২০১৯ সাল থেকে ৩.৮% বেশি।

অবৈধ লোকের বর্তমান সংখ্যা ৩লক্ষ ৯২ হাজারেরও বেশি পৌঁছেছে। ২০১৬ সালের পর থেকে এই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে প্রতিবছর।

 

তারমধ্যে ২৮০০০০হাজার, যারা কিনা শর্ট টাইম ভিজিটের জন্য কোরিয়াতে এসে অবৈধ হয়ে গিয়েছে। এবং এর শতকরা হার বিবেচনায় ৭০ শতাংশ।

এবং ১০৮০০০ যারা কিনা দীর্ঘমেয়াদি ভিসায় কোরিয়াতে থাকার পরেও অবৈধ হয়ে গিয়েছে।

 

কোরিয়াতে E-9 পেশাদারীরা বর্তমানে সবচেয়ে বেশি অবৈধ হচ্ছে। বর্তমানে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৮০০ উপরে। যা কিনা বিগত বছরের চেয়ে ৭ গুণ বেশি।

আরো বিস্তারিত পড়ার জন্য- Korea Times

এই রকম আরও খবর

সর্বশেষ খবর