আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪। ২৫শে আশ্বিন, ১৪৩১

শিরোনাম

কোরিয়াতে করোনাকালীন বছরে শতাংশ হারে স্যামসাং এর পরিবর্তে অ্যাপেলের বিক্রি বেশি হয়!!!

কোরিয়াতে করোনাকালীন বছরে শতাংশ হারে স্যামসাং এর পরিবর্তে অ্যাপেলের বিক্রি বেশি হয়!!!

 

গতবছর করোনার কারণে কোরিয়াতে মোবাইল মার্কেট এর কিছুটা ধ্বস নামে। ১৮ দিনের এক মোবাইল মার্কেট জরিপে দেখা যায় গত বছরের চেয়ে প্রায় ৬ শতাংশ হ্রাস পায়।

 

যদিও জরিপে এও বলা হয়েছিল যে, করোনাকালীন প্রথম ধাক্কাতে কোরিয়াতে প্রায় ২০ শতাংশ নেমে পড়ে গিয়েছিল।

 

জরিপে দেখা যায়, স্যামসাং গ্যালাক্সি এস ২০ সিরিজ ২০২০ এ মার্কেট ধরতে পারেনি, কিন্তু গ্যালাক্সি এ সিরিজ যা কিনা একটু কম দামে বাজারে ছাড়ার পর সেটা ভাল মার্কেট নিয়ন্ত্রণ করে, পাশাপাশি গ্যালাক্সি নোট ২০ সিরিজ ও ভালো করে।

 

মোট মোবাইল বাজারের শতকরা ৬৫ শতাংশ স্যামসাং, পাশাপাশি অ্যাপেল ২০ শতাংশ এবং এলজি যথাক্রমে ১৩ শতাংশ বাজার দখল করে।

 

সবচেয়ে মজার ব্যাপার হলো এই করোনাকালীন সময়েও অ্যাপেল তার নিজস্ব দাপট অব্যাহত রেখেছে, যা কিনা গত বছরের চেয়ে ২ শতাংশ বৃদ্ধি পেয়ে২০ শতাংশ বাজার দখল করে।

LG ভেলভেল্ট এবং উইংয়ের মতো ফ্ল্যাগশিপ মডেলগুলির একের পর এক ব্যর্থতার কারণে বাজারে ১৩ শতাংশ তে নেমেছে।

 

জরিপে আরও উল্লেখ আছে যে, ৪০০ ডলারের নিচের ফোনগুলির বিক্রয় গত বছরের চেয়ে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

আরেকটি মজার বিষয় হলো গতবছর ফাইভ জি ফোন এর পরিবর্তে LTE ফোনের বিক্রয় বেশি হয়।

সুত্র: Naver

এই রকম আরও খবর

সর্বশেষ খবর