আবারো একদিনে প্রচুর বিদেশি করোনা রোগী সনাক্ত!!!!
গতকাল পর্যন্ত দংদুচ্ছনে ৮০ জনের বেশি বিদেশি করোনা রোগী পাওয়া গিয়েছে। লোকাল সরকারি অফিস গুলো এর প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে সকল বিদেশিদের করোনা টেস্ট করছে। ছাড়াও ইয়াংযুতেও গতকাল অনেক বিদেশি করোনা রোগী পাওয়া গিয়েছে।
গতকাল পর্যন্ত উক্ত এরিয়া গুলোতে মোট ৫০৯ জনের মতো বিদেশীকে টেস্ট করা হয়েছে। পরিসংখ্যান মতে মোট চার হাজারের মতো ফরেনারের বসবাস করছে এই এলাকাতে।
টেস্ট অনুযায়ী গত সোমবারে পাঁচ জন, মঙ্গলবারে ৭৯ জন করোনা রোগী পাওয়া গিয়েছে।
সরকার উক্ত এলাকাগুলোতে সকল বিদেশিদের করোনা টেস্ট করার জন্য নোটিশ জারি করেছে। কারণ কারণ উক্ত এলাকাগুলোতে অসংখ্য বিদেশিদের বসবাস।
বিস্তারিত Korea Times