আজ- মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫। ২৮শে মাঘ, ১৪৩১

শিরোনাম

কোরিয়াতে এই প্রথম ভ্যাকসিন নেয়া দুই রোগীর মৃত্যু!!!!!

কোরিয়াতে এই প্রথম ভ্যাকসিন নেয়া দুই রোগীর মৃত্যু!!!!!

 

কোরিয়াতে ভ্যাকসিন দেওয়ার পর থেকে এই প্রথম দুজন মারা গেল। AstraZeneca ভ্যাকসিন দেয়া ছিল তাদের। উল্লেখ্য তারা দুজনই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

 

তার মধ্যে গোয়াংসির ৫০ বছরের একজন রোগী যেকিনা বিভিন্ন রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার ভ্যাকসিন নেওয়ার পর তার মৃত্যু হয়।

 

রোগীর প্রচন্ড সাহস কষ্ট এবং হার্ট ফেইলিউর ছিল। পরে থাকে ইমারজেন্সিতে নেওয়া হলে কিছুটা উন্নতি হয়, কিন্তু সকালে রোগী মারা যাওয়ার পূর্বে পুনরায় আবার এগুলি দেখা দেয়।

স্বাস্থ্য কর্মীদের মতে, ভ্যাকসিন এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটা হয়েছিল। যদিও পূর্বেই রোগীর হার্টের সমস্যা, ডায়াবেটিস এবং স্ট্রোকের প্রবলেম ছিল।

 

ফেয়ংথেকের অপর রোগীও দীর্ঘদিন অসুস্থ ছিল। উক্ত রোগী ও একই ভ্যাকসিন নেওয়ার চারদিনের মাথায় মারা যায়। উক্ত ব্যক্তির ভ্যাকসিন নেওয়ার পর উচ্চ জ্বর এবং প্যান্টালজিয়া নামক রোগের লক্ষণ দেখা দেয়।

 

যদিও এক তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, তারা তদন্ত করে দেখছে এটা কি আসলে টিকার প্রভাবে মারা গেছে নাকি না অন্য কোনো কারণ ছিল।

বিস্তারিত- Korea Times

এই রকম আরও খবর

সর্বশেষ খবর