কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানিয়েছে, Covid-19 টিকা সম্পন্নকারী ব্যক্তিকে সরকার সার্টিফিকেট প্রদান করবে।
অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মোদারনা এবং নোভাভ্যাক্স এর দুইটি কোর্স সম্পন্ন কারীকে সরকার উক্ত সার্টিফিকেট ইস্যু করবে। সার্টিফিকেট গুলো সরকারি ওয়েবসাইট gov.kr এবং nip.kdca.go.kr এতে পাওয়া যাবে।
সার্টিফিকেটে ব্যক্তির নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং ভ্যাকসিন এর কোম্পানির নাম উল্লেখ থাকবে। সার্টিফিকেট কোরিয়ান এবং ইংরেজিতে লেখা থাকবে।
যদি কোন ব্যক্তি প্রথম কোর্স সম্পন্ন করে তাকেও একটি কনফার্মেশন ডকুমেন্টস সরবরাহ করবে যেখানে প্রথম কোর্সের তারিখ দ্বিতীয় কোর্সের এবং টিকার কোম্পানির নাম উল্লেখ থাকবে। যাতে করে সে যেখানেই যাক না কেন সবাই বুঝতে পারবে যে সে কোন টিকা কখন নিয়েছে।
তবে টিকা সম্পন্নকারীকে অবশ্যই কোয়ারেন্টাইন এর সকল নিয়ম মেনে চলতে হবে, সব সময় মাস্ক পরিধান করতে হবে।
যদিও টিকা সম্পন্নকারীকে করোনারোগীর সংস্পর্শে থেকে আসার পর সেলফ কোয়ারেন্টাইন থেকে রেহাই পাওয়ার অনুমতির ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। আর জালিয়াতি রোধে সার্টিফিকেট ডিজিটাল আকারে প্রকাশ করার চিন্তা করছে।
বিস্তারিত Korea Times