নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ৯ জন বিদেশি আটক!!
কয়েকজন ফরেনারের একটি মারামারির ভিডিও গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে অবশেষে ৯ জন গ্রেপ্তার হয়।
উল্লেখ্য যে, সিউলের অদূরে প্রায় ৪০ কিলোমিটার দূরে হোসং সিটিতে গত ফেব্রুয়ারীর ৮ তারিখে দুইজন বিদেশি শ্রমিককে গাড়ির মধ্যে মারধরের একটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে সন্দেহভাজনরা রাশিয়ান, উজবেকিস্তান ও কাজাখস্তানের লোক বলে পুলিশের মতামত পাওয়া যায়।
পুলিশের ভাষ্যমতে ওইদিন বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে কয়েকজন যুবক একটি গাড়িকে ধাক্কা দেয় এবং পরে গাড়ি থেকে নেমে এলোপাতাড়িভাবে কিছু হাতিয়ার দিয়ে মারধর করতে থাকে।
আহতরা রাশিয়া এবং ইউক্রেনের সাধারণ শ্রমিক বলে জানা যায়। ঐদিন ওখানে রাস্তায় পার্ক করা একটি গাড়ির ক্যামেরা চেক করে এই ভিডিও ফুটেজটি পাওয়া যায়। পরে ভিডিও ফুটেজটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলে জনগণের ক্ষোভ প্রকাশ পায়।
৯ জন ব্যক্তি উক্ত ঘটনায় সরাসরি জড়িত বলে পুলিশের কথায় জানা যায় এবং আরো একজন উক্ত ঘটনার সাহায্যকারী বলে পুলিশ চিহ্নিত করে।
উক্ত ঘটনায় জড়িত এক উজবেকিস্তান জানায় যে, আহত ব্যক্তি পূর্বে সন্দেহভাজন ব্যক্তিদের একজনকে লাঞ্ছিত করলে প্রতিশোধ স্বরূপ এই হামলা চালায়।
অন্য এক সন্দেহভাজনের ভাষ্যমতে, তাদের মাদকাসক্তিতে আসক্ত আছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এই ব্যাপারেও তদন্ত করছে।
বিস্তারিত : Korea Times