আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪। ২৫শে আশ্বিন, ১৪৩১

শিরোনাম

재입국허가 (পুনরায় প্রবেশের অনুমতি পত্র) আবেদনের প্রক্রিয়া!!

재입국허가 (পুনরায় প্রবেশের অনুমতি পত্র) আবেদনের প্রক্রিয়া!!

 

#এটা কি?

করোনা ভাইরাসের আক্রমনের পর থেকে কোরিয়া থেকে যাওয়ার পর (২০২০.০৬.০১ থেকে শুরু) পুনরায় করে প্রবেশ করতে গেলে এই অনুমতি পত্রের প্রয়োজন হয়।

যারা কোরিয়া ত্যাগের পর এক বছরের ভেতর প্রবেশ করবে অথবা যাদের ভিসার মেয়াদ শেষ হবার আগে কোরিয়ায় প্রবেশ করবে তাদের এই অনুমতি পত্র নিতে হবে।

তবে, F-5 (স্থায়ী নাগরিক) ভিসা ধারীদের ২ বছরের ভেতর প্রবেশ করতে গেলে এটা নিয়ে যেতে হবে।

 

#কাদের জন্য প্রয়োজন?

A সিরিজের সকল ভিসা ও F-4 ভিসা ব্যতীত বাকি সকল ভিসা ধারীদের এই অনুমতি পত্র নিতে হবে।

 

#যদি এই অনুমতি পত্র না নেয় তখন কি হবে?

এই অনুমতি পত্র না নিয়ে গেলে তাকে পুনরায় কোরিয়া প্রবেশ করতে হলে নিজ দেশের কোরিয়ান এম্বাসি থেকে ভিসা উঠিয়ে আবার কোরিয়ায় প্রবেশ করতে হবে।

 

#কিভাবে আবেদন করতে হবে?

নিজে সরাসরি নিকটবর্তী ইমিগ্রেশনে গিয়ে, অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করে, অথবা কোরিয়া ছেড়ে যাবার দিন এয়ারপোর্ট থেকে আবেদন করা যাবে।

#কি কি কাগজ লাগবে?

১. পাসপোর্ট

২. আইডি কার্ড

৩. আবেদনপত্র

৪. করোনা টেস্ট এর সার্টিফিকেট(৪৮ ঘন্টা)

৫. কোরিয়াতে ত্যাগের কারণ পত্র।

 

#কোন ফি লাগবে?

৩০০০০ উওন জমা দিতে হবে।

 

(অনেকের অনুরোধে এই তথ্যগুলো সংগ্রহ করেছি, এছাড়াও পরবর্তীতে ভিডিও আকারে কিভাবে এই অনুমতি পত্র অনলাইনে আবেদন করা যায় সেই প্রক্রিয়াটি আমাদের#seoulbarta পেইজে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ)

এই রকম আরও খবর

সর্বশেষ খবর