আজ- মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫। ২৮শে মাঘ, ১৪৩১

শিরোনাম

F-2-7 মেয়াদ বৃদ্ধিতে সর্বশেষ আপডেট…

F-2-7 ভিসার সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য!!

 

১. আগামী এপ্রিল মাস পর্যন্ত ২০১৯ সালের “소득금액증명” লাগবে।

২. ২০২০ সালের ১২ ই ডিসেম্বর এর আগে যারা F-2-7 ভিসা পরিবর্তন করেছে, তারা কমপক্ষে একবার নতুন নিয়মে মোট ৭৫ পয়েন্ট থাকলেই মেয়াদ বাড়াতে পারবে।

৩. পুরোন নিয়মে পয়েন্ট কাউন্ট হবে না তবে নতুন নিয়মে পয়েন্ট হিসাব করে নির্ধারিত ফরমে লিখে নিয়ে যেতে হবে।

৪. যক্ষা সার্টিফিকেট এখন লাগবেনা।

৫. বার্ষিক মোট বেতন এর উপর অনেকটা নির্ভরশীল আগামী কতদিন মেয়াদ বাড়বে।

৬. ৭৫-৯৯ পয়েন্ট ধারীদের সাধারণতঃ এক বছর মেয়াদ দিয়ে থাকে এখন।

৭. এক GNI না হলে পরিবারের অন্যান্য সদস্যদের F-2-71 ভিসা দিচ্ছে না।

৮. আর আর যাদের ৭৫ পয়েন্ট হবে না তাদেরকে ৬ মাসের জন্য D-10 ভিসা দিবে।

৯. D-10 ভিসা থেকে পুনরায় E-7-1 ভিসার জন্য আবেদন করা যাবে।

এই রকম আরও খবর

সর্বশেষ খবর