আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪। ২৪শে ভাদ্র, ১৪৩১

শিরোনাম

রিয়াদের হারাতে দুই বাংলাদেশী গ্রুপের সংঘর্ষ – নিহত ১ আহত শতাধিক

সৌদি আরবের হারা শহরে বাংলাদেশী প্রবাসীদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এছাড়াও এই সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ। দুই গ্রুপের মধ্যে দ্বন্দ থেকে রামদা, ছুড়ি, এজাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশী।

 

এখন পর্যন্ত নিহত প্রবাসী বাংলাদেশীর পরিচয় প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। পরিচয় প্রকাশ হবার সাথে সাথেই জানিয়ে দেয়া হবে।

 

প্রবাসীরা জানান, রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের এসকল সংঘর্ষের কারনে সৌদি নাগরিকদের কাছে এবং সরকারের কাছে সাধারন প্রবাসীদের মানক্ষুন্ন হচ্ছে।

 

ক্ষুদ্ধ প্রবাসীরা জানান, সৌদি আরবে বসবাসরত এবং কর্মরত অন্যান্য প্রবাসীরা, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, ইত্যাদি দেশের মানুষেরা কখনোই নিজেরা কোন গ্রুপ বা সংঘ গড়ে তোলে না, এবং এরকম কোন মারামারিতে জড়ায় না। অপরদিকে বাংলাদেশী প্রবাসীদের এসকল কর্মকান্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এই রকম আরও খবর

সর্বশেষ খবর